শফিক আহমেদ, জাতীয় প্রেস ক্লাব : জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার বিকেল সোয়া ৫টার পর অ্যাকশনে যায় পুলিশ। এর আগে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে প্রায় দুই ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করে রেখেছিলো।
পুলিশ আন্দোলনকারীদের বার বার রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও সেটি শোনেন না তারা। পরে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে পুলিশকে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। এছাড়া পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
এর আগে বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে।
ফলে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে। আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।