উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কচুয়ায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কাটা হয়।কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বাগেরহাট মো: আজিজুর রহমান। কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধানবক্তা ছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা।সভায় বিশেষ অতিথি ছিলেন ইন্সটিউট অব মেরিন টেকলোজি এর অধ্যক্ষ প্রকৌশলী মো: শামীম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা অফিসার্স ইন চার্য মো: মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার, বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সাবেক প্রধান শিক্ষক বেবী মোর্শেদা খানম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, সাবেক অধ্যাপক ক্ষিতিশ চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, বাংলাদেশ বেতার বাগেরহাট জেলা প্রতিনিধি খন্দোকার আকমল হোসেন সাকি, বাংলাদেশ মফস্বল ফোরামের সাংবাদিকবৃন্দ, আন্ধার মানিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডল, গজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিল বরন পাইক, তাতীঁলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, মৎস্যজীবি লীগের সভাপতি রিপন শিকদার সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
৬ views