পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ কখনো বন্দুকের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগনের সমর্থনে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের ক্ষমতা মানুষের সমর্থন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কাদের নিয়ে দেশ স্বাধীন করেছেন, এই গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের নিয়ে দেশ স্বাধীন করেছেন। শেখ হাসিনা সংগ্রামের মহান সৈনিক।
তিনি বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার পশোরায় নারী উন্নয়ন ফোরাম আয়োজি ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্রশিক্ষণার্থীদেন মাঝে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন, ন্যাচারাল ডাই প্রশিক্ষণ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুর নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম, পৌরসভার মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সমন্বয়কারী এস এম নাঈমুল চৌধুরী মাসুম ও নারী উদ্যোগক্তা মালিহা আক্তার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]