ডেস্ক রিপোর্ট দৈরিক শিরোমণিঃ খানজাহান আলী থানা আওয়ামী লীগ ও যোগিপোল ইউনিয়ন বিএনপির পাল্টাপাল্টি কর্মসুচিতে পুলিশের কঠোর
অবস্থানে উভয় দলের পূর্বনির্ধারিত কর্মসুচি বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ
ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে এবং বিএনপি তেলিগাতীতে অবন্থান নিয়ে স্বল্প
সময়ে কর্মসুচি পালন করেন। পূর্বনির্ধারিত কর্মসুচির অংশহিসাবে গতকাল
রবিবার বিকাল ৪টায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে
ফুলবাড়ীগেটে বিএনপি-জামায়াতের সন্ত্রসী, জঙ্গিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহবান করেন এবং একই সময়ে
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশের আহবান করায় পুলিশ আইন শৃংখলা এবং জনগণের যানমাল
রক্ষায় এলাকার শান্তি বজায় রাখতে উভয় দলকে তাদের কর্মসুচির উপর মৌখিক
নিষেধাক্কা আরোপ করেন। উভয় সংগঠন পাল্টাপাল্টি কর্মসুচি আহবান করায়
ফূলবাড়ীগেট বিএনপি ও আওয়ামী লীগ কার্যালয়সহ এলাকায় অতিরিক্ত পুলিশ ও
বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
পুলিশের কঠোর অবস্থানে খানজাহান আলী থানা আওয়ামী লীগ ফুলবাড়ীগেট দলীয়
কার্যালয়ের সামনে থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ
সম্পাদক শেখ আনিছুর রহমান, কামাল আহম্মেদ, সেলিম রেজা, শাকিল আহম্মেদ,
থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, কাজী মঈনুল ইসলাম
বাবলু, হাবিবুর রহমান, ইমরান মীরসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবন্থান নেয়। অপরদিকে যোগিপোল ইউনিয়ন
বিএনপির উদ্যোগে জ্বালানীখাতে দূর্ণীতি, সারাদেশে লোডশেডিং, পরিবহন
ভাড়া বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে আ, রহিম ও নুরে আলম নিহত হওয়ার প্রতিবাদে
পুর্বঘোষিত কর্মসুচি বিক্ষোভ মিছিল ফুলবাড়ীগেটের পরিবর্তে
তেলিগাতীতে করেন। বিকাল সাড়ে ৪টায় মহানগর আহবায়ক কমিটির সদস্য ও
যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাঈদ হাওলাদার আব্বাসের
নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কুয়েট পকেটগেট থেকে শুরু করে খানাবাড়ী,
ল্যাবরেটরী স্কুূল মোড় হয়ে তেলিগাতীতে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তি
সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন মহানগর আহবায়ক কমিটির সদস্য যোগিপোল
ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শেখ আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড
বিএনপির সাবেক সভাপতি শাহ আলম হাওলাদার, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক
সভাপতি শফিকুল ইসলাম, খানজাহান ্ধসঢ়;অলী থানা শ্রমিকদলের নেতা কাজী শহিদুল
ইসলাম, বাবু, মনিরুল ইসলাম সংগ্রাম, জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মীর শওকত
আলী, হাসিবুর রহমান উজ্জ্বল, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, ওয়ার্ড মেম্বর মো.
মামুন শেখ, আলামিন হাওলাদার, মশিউর রহমানসহ যোগিপোল ইউনিয়ন বিএনপি
ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।