নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শৈরোমণিঃ জয়পুরহাটের আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ এক আরোহীর মৃত্যু হয়েছে। এ সড়ক ঘটনায় আরো দুইজন আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (০৮ জানুয়ারি) বিকেলে আক্কেলপুর টু জয়পুরহাট প্রধান সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) ও একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে সাব্বির হোসেন (২০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রুকিন্দিপুর ইউপির পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা-বড় ভাই সাব্বির হোসেনকে নিয়ে সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে আসেন। স্কুলে ভর্তি শেষে তারা তিন জন একটি ব্যাটারি চালিত ভ্যানে চড়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছাইলে ভ্যানের একটি চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ওই যাত্রীবাহী চাকা ভ্যানটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সুমাইয়া খাতুনের বড় ভাই সাব্বির হোসেন মারা যান। স্থানীয়রা দুর্ঘটনাটি দেখে দ্রুত ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,যাত্রীবাহী ব্যাটারি চালিত ভ্যানের একটি চাকা ভেঙে গেলে ভ্যানটির চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আশা দ্রুতগতির কার্ভাড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক সুজন ও যাত্রী সাব্বির ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরো দুই জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ওসি আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্ভাড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও দ্রুত গতির কার্ভাড ভ্যানটি আটক করে থানায় নেয়া হয়েছে।
৬ views