রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
আক্কেলপুরে মাঠে প্রশাসন জরিমানাসহ মাস্ক বিতরণ
উক্তম কুমার বিশ্বাস,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
দেশব্যাপী দ্বিতীয় দফা করোনার ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা পালনে জনগণকে উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছে জয়পুরহাটের প্রশাসন ও থানা পুলিশ। রবিবার সকাল থেকে সরকারি লকডাউন অমান্য করে সবকিছুই স্বাভাবিক থাকলেও বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত কঠোর অবস্থানে অভিযানে মাঠে প্রশাসন৷
পৌর শহরের কলেজ বাজার,রেলগেট,স্টেশন পুরাতন বাজার এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামূলক, দোকানপাট বন্ধ করতে বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও আক্কেলপুর থানা পুলিশ।
জনসমাগম এড়িয়ে চলছেন না কেউ এই পরিস্থিতিতে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।
বিশেষ অভিযান ও প্রচারণার নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান ও আক্কেলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি সাইদুর রহমান।
দিনব্যাপী অভিযান পরিচালনার পাশাপাশি সরকারি নিয়ম ভঙ্গ করায় ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ২ শত মাস্ক জনগণের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.