তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল মঙ্গলবার ভারতের ত্রিপুরা সফরে যাচ্ছেন। আগামীকাল রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করবেন।
জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও ভারতের আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এই সফর।
আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ভারতের আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেনতিনি।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আজ সোমবার আখাউড়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যাবেন।
সূত্র : বাসস
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]