রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
আগামীকাল বিদ্যার দেবী সরস্বতী পূজায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ আগামীকাল ০৫ (ফেব্রুয়ারি) ২০২২ ইং শনিবার শ্রীশ্রী সরস্বতী পূজা। পঞ্চমীঃ সকাল ৭/৩৬ মিনিট থেকে রবিবার সকাল ৭/৩৮ মিনিট পর্যন্ত।সরস্বতী শব্দের অর্থ ?সরস্+বতী=সরস্বতী অর্থ জ্যোতির্ময়ী। ঋগ্বেদে এবং যজুর্বেদে অনেকবার ইড়া, ভারতী, সরস্বতীকে একসঙ্গে দেখা যায়। বেদের মন্ত্রগুলো পর্যালোচনায় ধারণা হয় যে, সরস্বতী মূলত সূর্যাগ্নি।সনাতনী ধর্মাবলম্বীরা মনে করেন সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তিনি সরস্বতী-লক্ষ্মী-পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি ও পালন করতে সাহায্য করা। সরস্বতীর গায়ের রং শুভ্র(সাদা)। শ্বেতপদ্ম তার আসন। তার এক হাতে পুস্তক ও এক হাতে বীণা। তার হাতে বীণা থাকায় তাকে বীণাপাণি বলা হয়। এছাড়াও তিনি শ্রুতদেবী নামেও কথিত হন।মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীপূজা করা হয়।আগামীকাল বিদ্যার দেবী সরস্বতী পূজা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপ, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ চলছে । সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা। মৌলভীবাজারে প্রতিমা তৈরিতে চলছে এখন ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী সরস্বতী অনিন্দ্য সুন্দর রুপ দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ।বিদ্যার দেবী রূপে অধিষ্ঠিত সরস্বতী দেবীর পূজা হয়ে থাকে প্রতিটি সনাতন ধর্মালম্বীদের ঘরে। আর সে উপলক্ষে প্রতিটি ঘরেই চলছে প্রস্তুতি পর্ব। যা প্রায় শেষ পর্যায়ে। মাটির কাজ শেষে চলছে রংতুলি ছোঁয়া।উৎসব পূর্ণতা পায় যাদের হাতের পরশে সেই মৃৎশিল্পীদের কাটছে ব্যস্ত সময়। দেবী প্রতিমা গড়তে গিয়ে যেনো দম ফেলার ফুরসত নেই তাদের। নির্ধারিত সময়ের মধ্যে গড়তে হবে দেবীর প্রতিমা।খড়, বাঁশ, সুতলি, কাদামাটি দিয়ে শৈল্পিক শ্রদ্ধায় দেবীর প্রতিমা গড়তে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের মৃৎশিল্পীরা।এদিকে মৌলভীবাজার জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে দেখা যায়, শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন সরস্বতী দেবীর প্রতিমা। এখানের প্রতিমা শিল্পী শিবু পাল বলেন, ‘সময় আর বেশি নাই, মাটির কাজ শেষ করে এখন শুধু রং ও সাজসজ্জার বাকী আছে।জানা যায় , এবার প্রতিটি ছোট সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৫শ’ টাকা, মাঝারি প্রতিমা বিক্রি হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা।কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মণ্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক পরা, নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য নির্দেশনা মেনে এবারের সরস্বতী পূজার আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানান,মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিমল কান্তি দেব।সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা দেবী সরস্বতী পূজাকে ঘিরে এখন জেলার বিভিন্ন মণ্ডপ, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল ও আলোকসজ্জার পাশাপাশি উৎসবের আমেজ চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.