আজ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিবে এখানকার ভোটাররা। এ নিয়ে ভোটারদের মাঝে কিছুটা অস্বস্তি রয়েছে, ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে ভোটারগণ। এদিকে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি। এ ৫টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৫টি। সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৫টি, ভোটার এলাকার সংখ্যা ১২৭টি এবং মোট ভোটার সংখ্যা ১১৭০৭৩ জন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল ভোটারদের সাথে ইভিএম মেশিনের মাধ্যমে মক ভোটিং এর আয়োজন করা হয়েছিলো। এতে ভোটারদের ভোট দিতে সহজ হবে। আর নির্বাচনের দিন পুরো নির্বাচনি এলাকায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আর পুরো নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫০টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]