চুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায়। আজ শনিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
হাটকালুগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মৌসুমের মধ্যে এটাই চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর আগে গত ২৯ ডিসেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এর পর থেকে তাপমাত্রা ক্রমে বাড়তে থাকে। ৩ জানুয়ারি তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ৪ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রার পারদ নামতে শুরু করে। ৫ জানুয়ারি থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]