আনিসুর রহমান,মুক্তাগাছা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
মুক্তাগাছার গর্ব বিশিষ্ট চিত্রশিল্পী, প্রিন্টমেকার,গবেষক, লেখক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের উপদেষ্টা, মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদের উপদেষ্টা, ক্যানভাস বাংলাদেশের উপদেষ্টা, শিল্পকথার সম্পাদক, এফ রহমান অ্যান্ড কে নেসা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফসর ড. হীরা সোবাহানের ৫১তম জন্মদিন আজ। তার ৫১ তম জন্মদিবসে অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়েছে । অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের পক্ষে প্রতিষ্ঠাতা পরিচালক এম জে এইচ নোমান জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান এই গুনি ব্যাক্তিকে। আরো শুভেচ্ছা জানান, এফ রহমান অ্যান্ড কে নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী মির্জা মান্নান, হৃদয়ে মুক্তাগাছার সভাপতি মো. দেলোয়ার হোসেন, মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদের সভাপতি তরুণ প্রজন্মের কবি, গল্পকার ও উপন্যাসিক লাবণি ও সাধারণ সম্পাদক নবীন কবি ফেরদৌস তাজ। ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি চিত্রশিল্পী মো. রাজন এবং ক্যানভাস বাংলাদেশের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী শহীদুল ইসলাম।প্রফেসর ড. হীরা সোবাহান ১৯৭০ সালের ২৪ মে মুক্তাগাছার নন্দীবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। উল্লেখ্য ড. হীরা সোবাহান অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩ views