হাবিবুল ইসলাম,আটপাড়া উপজেলা প্রতিনিধি: “ঢাকা হতে খবর এলো, বাবর ভাইয়ের মুক্তি পেলো” এই স্লোগানের মাধ্যমে আটপাড়া উপজেলায় বিএনপির কার্যালয় হতে ব্রুজের বাজার হয়ে পুনরায় কার্যালয় পর্যন্ত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক এর মামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে এ আনন্দ মিছিল হয়।
১৯ ডিসেম্বর বিকাল ৪টায় এই মিছিল অনুষ্ঠিত হয় ।এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুদ আহমেদ ,সদস্য সচিব খসরু আহমেদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক , ছাত্রদল আহ্বায়ক
রুবেল খান, সদস্য সচিব টিটু ভুঁইয়া , যুগ্ম আহ্বায়ক ইনাম হোসেন বাবু,সম্মানিত সদস্য তাইফুর আমিন ,মাসুদ খান,হিরণ আহমেদ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন যুবদল ,স্বেচ্ছাসেবক দল ,মৎস্যজীবীসহ অঙ্গ সংগঠনের নারী নেত্রী ,নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ভাটি বাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর মিথ্যা ও ষড়যন্ত্র মামলার শিকার হয়েছেন ।একে একে সকল মামলা হতে মুক্তি পাচ্ছেন।
দশ ট্রাক অস্ত্রের সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবুরকে দীর্ঘ ২০ বছর জেল খেটেছে এবং অবশেষে হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন এতে তারা আনন্দিত। এছাড়া আরো বলেন, “আটপাড়া মাটি, বাবর ভাইয়ের ঘাঁটি”ফ্যাসিস্ট হাসিনা দেশে ছেড়ে পালিয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে মামলার করেছে।
শেখ হাসিনার দোসরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার অবিলম্বে বিচারক গ্রেপ্তার দাবি করেন। আগামী ১৫ই জানুয়ারি লুৎফুজ্জামান বাবর তাদের মাঝে ফিরে আসবেন এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক মাঠে নামার বিষয়টি জানান।