শেখ তোফাজ্জেল হোসেন দৈনিক শিরোমণিঃ ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতিকের শেখ জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোট ব্যাবধানে পরাজিত করে চেয়ারম্যান হিসাবে পুননির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হয় তা বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়। ভোটগণনা শেষে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ বেসরকারি ফলাফল ঘোষনা করেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেনকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। সুত্রে বেসরকারি ফলাফলে জানাগেছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩৪৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ জাহাঙ্গীর হোসেন মটরসাইকেল প্রতিক পেয়েছেন ৮ হাজার ৪৪১ ভোট। ইউনিয়নের সদস্য হিসাবে ১নং ওয়ার্ডে এস এম বকতিয়ার পারভেজ (মোরগ) পুননির্বাচিত হয়েছে, ২নং ওয়ার্ডে সরদার গোলাম জিলানী (ফুটবল), ৩নং ওয়ার্ডে সৈয়দ হাফিজুর রহমান (বৈদ্যুতিক পাখা),৪নং ওয়ার্ডে মো. লিটন হোসেন(টিউবয়েল), ৫নং ওয়ার্ডে বর্তমান মেম্বর মুহা. গোলাম মোস্তফা (তালা), ৬নং ওয়ার্ডে এস এম রাসেল(তালা), ৭নং ওয়ার্ডে আল আমিন হোসেন(মোরগ), ৮নং ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন(মোরগ), এবং ৯নং ওয়ার্ডে বর্তমান মেম্বর মো. নবিরুল ইসলাম রাজা(তালা)পুননির্বাচিত হয়েছে। সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে মহিলা সদস্য হিসাবে রাজিয়া বেগম(কলম), সংরক্ষিত আসনের ২নং ওয়ার্ডে শাহনাজ পারভীন(বই), সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ড বর্তমান পায়রা বেগম(তালগাছ) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।