শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব আলীম ও ইষ্টার্ণ জুট মিলের অবাসায়ন ও অবসররকৃত এবং বদলী শ্রমিক-কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবীতে আটরা শিল্পাঞ্চলের রাজপথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে উপস্থিত হতে থাকে। পরে সকাল ১০টায় তারা মিছিল নিয়ে আটরা শিল্পাঞ্চলের আলীম, ইষ্টার্ণ ও আফিলগেট এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলীম জুট মিলের গে্েট এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক নেতা আলাউদ্দিন, জহির খা, শেখ মুজিবর রহমান, আব্দুর রউফ, মো. ইকবাল হোসেন, মো. আনোয়ার সরদার, মো. কামরুজ্জামান, মো. জাকির সরদার, মো. ইকরাম, মো. সালাম জমাদ্দার সহ ফেডারেশন ও মিলের শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন আগামী ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক জনসভা থেকে দাবী আদায়ে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]