শহিদুল ইসলাম সুইট(সিংড়া প্রতিনিধি):
নাটোরের সিংড়ারায় আত্রাই নদীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে স্রোতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) নাটোরের সিংড়া উপজেলার দহপার এলাকায় পানিপ্রবাহ রোধ করে মাছ শিকারে স্থাপন করা এসব স্রোতিজাল উচ্ছেদে করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য পলক।
এসময় জুনাইদ আহমেদ পলকের সঙ্গে অভিযানে অংশগ্রহণ করেছেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,সহকারী কমিশনার(ভুমি)রকিবুল হাসান, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আক্তার, ওসি নুর-ই-আলম, উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউল্লাহ মোল্লা প্রমুখ।
এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আজকে এ অভিযান শুরু করলাম।সিংড়া উপজেলার দহপার থেকে শুরু হওয়া এ অভিযান চামারী ইউনিয়নের বিলদহর পর্যন্ত চলবে। আমরা জাল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছি। এখন থেকে স্রোতিজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]