রাকিবুল হাসান আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের প্রথম টিকা নেন ৫৫ বছর বয়সী উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ শফিউল করিম তালুকদার। এ উপজেলায় প্রথম পর্যায়ে ছয় হাজার দুই শত জন করোনার টিকা পাবে। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, ডাক্তার সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা আজমল হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন স