মুক্তারুজ্জামান আদমদিঘী বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বগুড়ার আদমদীঘিতে মটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র মোহন্ত (৭৫) মারা গেছেন।রবিবার (২৭ জুন) বিকালে উপজেলার চাঁপাপুর বাজারের অদূরে কড়ই তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।জানা যায়, তিনি রবিবার বিকাল ৪টার দিকে তার গ্রামের এক পরিচিত ব্যক্তির মটরসাইকেল যোগে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে অসাবধনতাবশত তিনি মটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষন পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চাঁপাপুর ইউপি সদস্য ও নিহত শ্যামল চন্দ্রের ছেলে অলোক মোহন্ত জানান, তার বাবা মটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে ভর্তির কিছুক্ষন পর মারা যান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]