এইচএম নবীন, ঝালকাঠি বিশেষ প্রতিনিধি: মেয়াদ শেষ হওয়ার পরেও ইজারাদার টোল আদায় করছিলেন ঝালকাঠির গাবখান সেতুর (পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু)। অবশেষে এক বছর পর আজ বুধবার দুপুর থেকে আদালতের নির্দেশে সেতুর টোল আদায় শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ইজারাদার ইসলাম ব্রাদার্সের লোকজন টোলপ্লাজা বুঝিয়ে দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসানের কাছে।সড়ক ও জনপথ বিভাগ জানায়, ২০১৮ সালে তিন বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব পায় ইজারাদার ইসলাম ব্রাদার্স। ২০২১ সালের ৩০ জুন তাদের টোল আদায়ের মেয়াদ শেষ হয়। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার অযুহাত দেখিয়ে ইজারাদার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে। আদালত ইজারাদারকেই টোল আদায়ের নির্দেশ দেন। প্রায় এক বছর আইনী লড়াই শেষে জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ৬ জুলাই এ আদেশ প্রত্যাহার করা হয়। ফলে ২৭ জুলাই সড়ক ও জনপথ বিভাগকে টোল আদায়ের জন্য দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয় ইজারাদারকে।ঝালকাঠি সদর ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার দুপুর থেকে গাবখান সেতুর টোল আদায় শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। যতদিন পর্যন্ত সেতু মন্ত্রণালয় থেকে টোল আদায়ের জন্য দরপত্র আহŸান না করা হবে, ততদিন পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগই টোল আদায় করবে।