রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
আনাই ও আনুচিং মাগিনীর পাশে জেলা প্রশাসক
এ এম ফাহাদ খাগড়াছড়ি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদোশের হয়ে ভারতের বিপক্ষে আনাই মগিনীর একমাত্র ১টি গোলে পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের ইতিহাস। ইতিহাস গড়া সেই মেয়েটির প্রশংসায় ভাসছে সারাদেশে খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও। খাগড়াছড়ি জেলা সদরে সাতভাইয়া পাড়ার রিপ্রু মগ যমজ কন্যা আনাই মগিনী ও আনুচিং মগিনী। কৃতী খেলোয়াড় ঢাকা থেকে ছুটি কাটার জন্য বাড়িতে চলে এসেছেন এমনটায় শুনে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তার বাড়িতে ছুটে যান। আনুচিং মগিনী সাথে দেখা করেন তাদের ইচ্ছা অনুভূতি সুখ দুঃখ গুলো শুনে আবেগী হয়ে পরে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ধন-সম্পদশালীদের আহ্ববান জানান দেশের মান যিনি রেখেছেন তাদের জন্য কিছু করার।সাংবাদিকদের প্রশ্নে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, আনুচিং এবং আনাই মগিনী সারা দেশের গর্ব। তাছাড়াও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে আনাই মগিনীর ১ টি গোলে দেশের মহিলা ফুটবল খেলার মান উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।তিনি আরো বলেন আর্থিক অসচ্ছতার কারণে সুপিয় পানি না থাকায় উন্নতমানের ডিপ টিউবওয়েল তাছাড়া বিদ্যুৎতের খুটি লাইন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে দুইবোনের জন্য ৪ লক্ষ টাকার এফডিআর সঞ্চয় পত্র করে দেবে বলে আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব কংকন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা, নারী নেত্রী বাঁশরী মারমা, ক্যজরী মারমা, বলে মারমা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.