আব্দুল জলিল মিয়া, সাভার, ঢাকাঃ সাভারের বিরুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম মন্ডল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় ইউনিয়ন পরিষদের কোষাগারে প্রায় ১২ হাজার টাকা জমা ছিল।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিরুলিয়া ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
এসময় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব হস্তান্তরকারি কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আপনারা সবাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এখন দলমত নির্বিশেষে চেয়ারম্যানের নেতৃত্বে নিজের স্বার্থে, নিজের এলাকার স্বার্থে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করবেন। মান অভিমান যাই থাকুক চেয়ারম্যানের সাথে যোগাযোগ রক্ষা করে উন্নয়ন কার্যক্রম চালাতে হবে। এসময় দায়িত্ব হস্তান্তরের চিঠি পড়ে শোনান মেজবাহ উদ্দিন। এসময় তিনি বলেন, আজকের তারিখ থেকে যে কোন অডিট কিংবা কাজের জবাবদিহিতা বর্তমান চেয়ারম্যানের। তবে সাবেক চেয়ারম্যানের আমলে যদি কোন অডিট হয় তাহলে তার দায় বর্তাবে সাবেক চেয়ারম্যানের কাঁধেই।
দায়িত্বভার পেয়ে নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম মন্ডল বলেন, আমি আজ ১২ হাজার টাকা কোষাগারে পেয়ে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলাম। আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের সামনে আসতে চাই না। আমি এলাকাবাসীর সেবক হিসাবে এসেছি। আমি এলাকাবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। আমি সেবা করতে চাই। ইউনিয়ন পরিষদ সংক্রান্ত যাবতীয় কাজ কিংবা জনগণের সেবায় কোন ধরনের ভোগান্তি রাখতে চাই না। কোন ধরনের সমস্যা থাকলে আমাকে সরাসরি জানাতে পারবে জনগণ। পরবর্তীতে সমাধান করার দায়িত্ব আমার।
এসময় নির্বাচিত ইউপি সদস্যরা ফুলেল শুভেচছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম মন্ডলকে। সকল নির্বাচিত সদস্য সংরক্ষিত নারী সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]