রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেলেন হাবিপ্রবি শিক্ষার্থী শাদমান
হাবিপ্রবি প্রতিনিধিঃ রাশিয়ার পেশাদার ফটোগ্রাফারদের আন্তর্জাতিক সংগঠন '৩৫ অ্যাওয়ার্ড পুরস্কারের' মনোনয়নে বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাদমান খান। শাদমান 'স্ট্রীট লাইভ ইন ব্রাইট কালারস' ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করেন।
তিনি হাবিপ্রবির ১৯ ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১২০টি দেশের ৪ হাজার ৫১০ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১২ হাজার ২২২ ছবির মধ্যে বিশ্বের ১ হাজার ৪০৭টি শহরের ছবি স্থান পেয়েছে। শাদমানের ফটোগ্রাফি ২% বেস্ট ফটোস এবং টপ ৫% বেস্ট ফটোগ্রাফারর্সে স্থান পায়।
শাদমান বলেন, আলহাদ্দুলিল্লাহ। নিজের অর্জনে অবশ্যই ভালো লাগছে। ভবিষ্যতে চেষ্টা থাকবে টপ ১% ফটোগ্রাফার হওয়ার। আমি সব থেকে বেশি খুশি হবো যখন দেখব আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করার জন্য আরও অনেকে আছেন।
তিনি বলেন, অর্জনে সমৃদ্ধ হোক হাবিপ্রবি। আশা রাখি বর্তমান এবং ভবিষ্যতের হাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে আরও সফল হবেন। হাবিপ্রবি নিয়ে গর্ব করতে পারি সবার কাছে এটাই প্রত্যাশা।
এর আগে, শাদমান ইউনির্ভাসিটি অব আবু বকর, আলজেরিয়ার বিজ্ঞান অনুষদে প্রকাশিত ম্যাগাজিনের ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল।
উল্লেখ্য, রাশিয়ার ‘৩৫ আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ পেশাদার ফটোগ্রাফারদের নিয়ে ২০১৫ সালে নির্মিত একটি বড় আন্তর্জাতিক পুরস্কার। প্রথম বছরে ১১০টি দেশের ৩৬ হাজার ফটোগ্রাফার এতে অংশ নিয়েছিল। ২০১৬ সালে অংশ নিয়েছিল ৭৬ হাজারের বেশি প্রতিযোগী। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা বাড়তে থাকে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.