মোঃ আনিসুর রহমান,মুক্তাগাছা, ময়মনসিংহ
আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পুরস্কার ২০২১ লাভ করলেন রাবি প্রফেসর অধ্যাপক ড. হীরা সোবাহান। অধ্যাপক ড. হীরা সোবাহান ময়মনসিংহের মুক্তাগাছার কৃতি সন্তান এবং একজন বিশিষ্ট চিত্রশিল্পী, গবেষক, লেখক, মুক্তাগাছা শিল্পী ও সাহিত্য পর্ষদের সম্মানিত উপদেষ্টা, সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর। তিনি গত ২৭ শে ফেব্রুয়ারী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নাট্যশালা অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় স্বাধীনতা সংসদ আয়োজিত " ভাষা আন্দোলন, স্বাধীনতা ও বর্তমান বাংলাদেশ " শীর্ষক আলোচনা এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথির বক্তৃতায় তিনি বলেন- "১৯৫২ -এর মাতৃভাষা আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন এবং যাঁদের আত্মবলিয়ানে এদেশ স্বাধীন হয়েছে, আজ মায়ের ভাষায় কথা বলার বাকস্বাধীনতা হরণ এবং একই সাথে স্বাধীনতার অর্জিত স্বপ্ন গণতন্ত্র ভূলন্ঠিত হচ্ছে, যাতে ভাষা-শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদান খর্বিত হচ্ছে, এটা জাতির জন্য সুখকর নয়।উক্ত আলোচনা এবং গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে লেখক ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে "আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা ২০২১" প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারেক তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন । উল্লেখ্য তিনি ইতোপূর্বে একাধিক পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেছেন ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]