গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন। সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন, গোপালপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ মানিকুজ্জামান তালুকদার।
বক্তব্য রাখেন, গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাঈম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, পৌর ছাত্রদলের সভাপতি রুমান আহমেদ প্রমুখ।
মানবন্ধনে ছাত্রদল নেতারা বলেন, গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকদের মুক্তি দিতে হবে। বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা, ছাত্রদল নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে নিপীড়ন, নির্মম হত্যাকাণ্ড এবং নির্যাতন করার প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে।