শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
মটরসাইকেলের তেলের টেংকির নিচে অভিনবকায়দায় ফেন্সিডিল নিয়ে আসার সময় আফিলগেট চেকপোষ্টে পুলিশ ৪৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ আল মামুন(৩৫)কে আটক করেছে। এ সময় অপর আরোহী চলন্ত মটরসাইকেল থেকে লাফিয়ে পালিয়ে যায়।আফিলগেট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আাই আনোয়ার হোসেন জানায়, আফিলগেট চেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালে গতকাল বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় ফুলতলার দিক থেকে আসা খুলনামুখি সন্দহজনক একটি মটরসাইকেল (হিরো হোন্ডা যশোর -১৪-৯১৬২) কে সিগনাল দিয়ে গতীরোধ করা হয়। এ সময় মটরসাইকেলের পিছনে থাকা আরোহী জহুরুল লাফিয়ে পালিয়ে যায়। সন্দহজনক মটরসাইকেলের চালক আব্দুল্লাহ আল মামুনের শরীর এবং মটরসাইকেলটি তল্লাশী করে মটরসাইকেলের তেলের ট্রাংকের নিয়ে অভিবনকায়দায় বাধা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী যশোর শংকর পাশার বাগআছড়া গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল্লাহ আল মামুনসহ মটরসাইকেলটি আটক করা হয়। মটরসাইকেলে থাকা অপর আরোহী সাতক্ষিরার কলারোয়ার জহুরুল(৩৫) পালিয়ে যায়। এ ব্যপারে খানজাহান আলী থানায় মামলা হয়েছে।