‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেন।বৃহস্পতিবার (১৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের বিশেষ করে এর রাজনীতির ইতিহাসে আবদুল গাফফার চৌধুরী একটি বিশেষ বিশেষণ এবং অহংকার বটে। বাংলাদেশ যতদিন থাকবে আবদুল গাফফার চৌধুরী বাঙালীদের মনে ততদিন উজ্জল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় থাকবেন।তারা বলেন, অনেক কারন না থাকলেও একটা বিশেষ কারনে তিনি বাঙ্গালির হৃদয়ে বেচে থাকবেন। আর তা হচ্ছে ’৫২ সালের ভাষা আন্দোলনের সংগ্রাম আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’র জন্য।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]