টাঙ্গাইলের গোপালপুরে গ্রেনেড হামলা মামলার রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশে শামীম ওসমান।
নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এবং আওয়ামীলীগ নেতা এ কে এম শামিম ওসমান বলেছেন, দেশে একটি খেলা এখন অত্যাসন্ন। সেই খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির। একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনখারাপির খেলা শুরু করেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারাও খেলায় নামবেন। সেই চূড়ান্ত খেলায় খুনিরা পরাস্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার জয়লাভ করবে।আমরা খেলবো, অবশ্যই খেলবো ।
সোমবার (২৯ আগস্ট) বিকাল ৪ টায় পৌরশহরের সুতী ভিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি এ কে এম শামিম ওসমান।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোট মনির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।