আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা দেখার সময় কুমিল্লায় কাউসার জাবেদ কাকন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খেলার মাঝামাঝিতে বুকে ব্যথা নিয়ে চেয়ার থেকে পাশে পড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন জেঠাতো ভাই নেসার আহমেদ। তার কোলেই জাবেদ কাকনের মৃত্যু হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
খেলা দেখার সময় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত (ওসি) মারুফ রহমান ও জাবেদ কাকনের জেঠাতো ভাই নেসার আহমেদ। জাবেদ কাকন বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জুনাব আলী চেয়ারম্যান বাড়ির আবদুল মালেকের ছেলে।
নেসার আহমেদ বলেন, ‘ভাই আমার কোলে মারা গেছেন। ভাই খেলায় তেমন আগ্রহী ছিলেন না। তারপরও গ্রামের বাড়িতে যখন খেলা দেখছিলাম, ভাইও গিয়ে বসেন। খেলার মাঝেই ভাই হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ার সময় আমি ধরে ফেলি। তখন মুখ থেকে লালা বের হচ্ছিল। আগে থেকেই অ্যাজমা ও হার্টের রোগী ছিলেন। ইনহেলার এনে আমি মুখে দিয়েছি। ইনহেলার দেওয়ার পর মুখ শুষ্ক হয়ে যায়। স্থানীয় চিকিৎসক আনলে তারা মারা গেছে বলে জানান। এরপর ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক অ্যাম্বুলেন্সে দেখেই মারা গেছে বলে জানান।’
তিনি আরও বলেন, ‘যখন অসুস্থ হন তখনও খেলা চলছিল। আর্জেন্টিনা খেলায় হেরেছে বলে তিনি মারা গেছেন- এটা বলার সুযোগ নেই। আর তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না। আর্জেন্টিনার সমর্থকও ছিলেন না। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।’
বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, ‘খবর নিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। খেলা চলাকালে তিনি মারা গেছেন। এটা স্বাভাবিক মৃত্যু বলা যায়। আর্জেন্টিনা হেরেছে বা জিতেছে এটার কোনও প্রভাব নেই তার মৃত্যুর ক্ষেত্রে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]