1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

আলফাডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের নিয়ে নবাগত ইউএনওর মতবিনিময়

আরিফুজ্জামান চাকলাদার আপেল, আলফাডাঙ্গায় প্রতিনিধি। ইডেটর- জুবায়ের চৌধুরী কাজল
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২০

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। গত কাল বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

সভায় উপজেলায় কর্মরত ১৯ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। গত কাল তিনি আনুষ্ঠানিকভাবে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এই উপজেলায় নির্বাহী কর্মকর্তা ছিলেন রাশেদুর রহমান।

মতবিনিময় সভায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করে এ উপজেলাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।

তিনি বলেন, গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা পেলে আলফাডাঙ্গা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে আলফাডাঙ্গাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

ছাত্রজীবনে জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করা তৌহিদ এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ২০১২ সালে ৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২১তম স্থান অর্জন করেন। চাকরিজীবনে তার প্রথম পোস্টিং লক্ষ্মীপুরে। পরবর্তীতে ঢাকা জেলা প্রশাসনে কাজ করার সুযোগ পান। ঢাকায় কাজ করার সময় এমবিএ প্রোগ্রামকে খণ্ডকালীন হিসেবে পরিবর্তন করে ফাইন্যান্স মেজরসহ এটি শেষ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের দ্য বুশ স্কুল অব পাবলিক সার্ভিস ও গভর্নমেন্টে বৃত্তিপ্রাপ্ত হয়ে দুই বছর মেয়াদি মাস্টার অব পাবলিক সার্ভিস ও অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা শেষ করেন।

তৌহিদ এলাহী জামালপুরের মাদারগঞ্জের জোরখালী প্রাথমিক বিদ্যালয় ও জোরখালী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএর নিয়মিত প্রোগ্রামে ভর্তি হন।

ছাত্রজীবনে তিনি লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া দৈনিক কালের কণ্ঠ, সমকাল ও আমাদের সময়ে সাংবাদিকতা করেছেন তিনি।

২০১৮ সালের বইমেলায় তৌহিদ এলাহী রচিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘বইকাটা’ প্রকাশিত হয়। এরপর তার একটি কমিকস বইও বেরোয়।

Facebook Comments
৫ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি