ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র ইকরাম মিয়া (৬০) ও ইকরাম মিয়ার পুত্র ইয়াসিন মিয়া (২৬) মহিষারঘোপ বাজার থেকে ব্যবসা পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে গত রাতে অনুমান ১০:১৫ মিনিটের সময় হামিদ সরদারের বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর ফাঁকা জায়গা এলে কিছু সন্ত্রাসী রড, রামদা, লাঠি সোঠা নিয়ে চলন্ত মটর সাইকেলে অতর্কিত হামলা চালায় বলে মুঠো ফোনে আহতদের স্বজনেরা জানান।
দুইজন গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকায়, তাদের আত্ম চিৎকারে পাশের লোকজন এগিয়ে এলে মারাত্মক গুরুতর অবস্থা দেখে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ইকরাম মিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে ফরিদপুর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছে। আহত দুইজনই হামলাকারী সন্ত্রাসীদের চিনেছে বলে আরও নিশ্চিত করেন।