আরিফুজ্জামান চাকলাদার আপেল, আলফাডাঙ্গায় প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে টিঠা ঘাটে ভাসমান সেতু উত্তর পাশে আনুমানিক ৩০০ গজ দূরে মধুমতির বাওড়ে নিষিদ্ধ জাল দিয়ে কিছু অসাধু জেলে ও স্থানীয় প্রভাবশালীদের সিন্ডিকেটের মাধ্যমে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার মৎস্য অধিদপ্তর আলফাডাঙ্গা থেকে মাছ ধরা নিষিদ্ধ মাইকিং ঘোষণা করার পরেও থেমে নেই নিষিদ্ধ জাল দিয়ে মাছ মারা।পানাইল থেকে শুরু করে কৃস্নপুর পুরা বাওড়টা নিষিদ্ধ কারেন্ট জাল,কাথা জাল দিয়ে প্রতিনিয়ত এই মাছ মারার ধুম পরে যায়। ধ্বংস হচ্ছে দেশি প্রজাতির মাছ। স্থানীয়রা অভিযোগ করে বলেন গ্যাস, বিষ ট্যাবলেট দিয়ে প্রতিদিন মাছ মারছে সিন্ডিকেট। ছদ্মনাম শাপলা বলেন কাথা জাল ব্যবহার করায় রেনু পোনা মাছ,মাছের ডিম, এমনকি পানির মধ্যে ছোট ছোট পোকামাকড় এই নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে। ছবিতে যে ঘেরটি দেখা যাচ্ছে সেটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী জাহানারা ক্লিনিকের মালিক সিরাজুল ইসলাম সিরু, টিঠা গ্রামে টিটু খান'র ছেলে হাসান খান, বড় বাগে ওলিয়ার শেখের ছেলে শরিফুল শেখ, তিতুর কান্দি পাচু বিশ্বাস ছেলে বিধান বিশ্বাস এই বেআইনি কাজের সাথে জড়িত।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস অফিসারের দৃষ্টি আকর্ষণ অতিদ্রুত আইনি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি সাধারণ জনগণের
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]