আরিফুজ্জামান চাকলাদার আপেলঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৬নং পাচুড়িয়া ইউনিয়নে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্হানীয় যুব সংঘ উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আজ ১৭ অক্টোবর (শনিবার) বিকাল ৪টায় বোয়ালমারী ফুটবল একাদশ ও মোহাম্মদপুরের ডাঙ্গাপাড়া ফুটবল একাদশ দুই দলের মধ্যকার ফাইনাল খেলা হাজারও দর্শক উপস্হিতে শুরু হয়।মাঠে কানায় কানায় দর্শক পূর্ন হওয়ায় দুই দলে খেলয়াড়গন প্রাণপন চেষ্টা করে দর্শকদের আনন্দ উপভোগ করিয়েছেন।
এদিকে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ইউনিয়নের জনগনকে এই করোনায় একটু বিনোদন উপভোগ করাতে পেরে আমি আনন্দিত।আমি সব সময় ইউনিয়ন বাসী যাতে ভালো থাকে ও বিনোদন পায় সেই লক্ষে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।
সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র শিক্ষক চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মো: শওকত আলী সরদার, সহকারী শিক্ষক চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় এস এম শাহ নেওয়াজ সিকদার রিপন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত পাচুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এস এম মিজানুর রহমান, বিশেষ অতিথি প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, সাবেক শিক্ষক ওলিয়ার রহমান, সিকদার, হাফিজুর রহমান মুন্সী, গোলাম কবির শিকদার, মো: টিটো শিকদার। মোহাম্মদপুর ডাঙ্গাপাড়া একাদশ ২-১ গোলে বোয়ালমারী একাদশকে পরাজিত করে।
বিজয়ী দল ডাঙ্গাপাড়া ফুটবল একাদশকে ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরুস্কার তুলে দেন। পরাজিত বোয়ালমারী একাদশ দলকে ২৪ ইঞ্চি এলইডি পুরুস্কার দেন।
উল্লেখ্য ৩২ ইঞ্চি টিভি চেয়ারম্যান মিজানুর রহমান ও ২৪ ইঞ্চি টিভি মেম্বর আজগর নিজের অর্থ দিয়ে উক্ত খেলায় পুরস্কার প্রদান করেন।