খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন শাখার আয়োজনে ১৭ ই ফেব্রুয়ারী রোজ বুধবার শান্তিপুর ঈদগাহ মাঠে যোহর নামাজের পর থেকে শুরু হয় খতমে নবুওয়াত সন্মেলন আলোচনা সভা। এই সন্মেলনে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আল্লামা আব্দুল হামিদ ( পীর সাহেব মধুপুর )। সভাপতিত্বে ছিলেন মাওলানা আজহারুল ইসলাম ( সভাপতি, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, চান্দহর শাখা ], উপস্থাপনা করেন মাওলানা ইলিয়াস জাবের ( শিক্ষা সচিব, ফতেপুর ইসলামিয়া মাদরাসা) । আলোচনায় অংশ গ্রহন করেন মাওলানা মুফতি সাঈদ নুর ( পীর সাহেব মানিকগঞ্জ), মাওলানা মুফতি আব্দুল বাতেন ( মুহতামিম,বাস্তা মাদরাসা), মাওলানা রফিকুল ইসলাম সরদার ( ইমাম ও খতিব,বাংক টাউন কেন্দ্রীয় জামে মসজিদ), মাওলানা মুফতি শাহজাহান ( খতিব,চান্দহর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ) এছাড়াও আরো ওলামায়ে বক্তব্য রাখেন এবং রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী হাজারো মানুষ উপস্থিত হয়।
উল্লেখ্য বাংলাদেশে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীর অনুগামীদের কে কাফির হিসাবে চিনহিত করা ও বাংলাদেশ থেকে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী কে যারা শেষ নবী দাবি করে তাদের বাংলাদেশ থেকে সকল প্রকার অপপ্রচার ও মিথ্যা বন্ধের জন্য বাংলাদেশ সরকার যেনো আইন করে এসব কাদিয়ানী সম্প্রদায়ের কার্যকলাপ বন্ধের জন্য সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেন, তার আরজি জানানো হয়।