ফুলতলা খুলনা প্রতিনিধি:খুলনার শিরোমণি আলিম মাদ্রাসায় নতুন বছরের বই বিতরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মুখর পরিবেশে ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে ১ম, ২য় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে এবং বিজ্ঞান শাখার শিক্ষক জিএম ফারুকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা বেগম,ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আব্দুস সোবহান মোড়ল।
আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ রাফিউজ্জামান , শিক্ষক এস এম সারাফুল ইসলাম , হাফেজ মোঃ আব্দুস সবুর, মোঃ মজিবুর রহমান ,মোঃ শফি শেখ ,শফিউল আজম, মোঃ সাইফুল্লাহ, মাইনুল আকন, শাহানারা খাতুন ,মোঃ ইব্রাহিম হোসেন ,আল মামুন মোঘল প্রমুখ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন