মিহির ,শিল্পাঞ্চল ,( খুলনা ):আলীম ইষ্টার্ন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৪০বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে পালিত হল পুনর্মিলনী অনুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আলীম ইষ্টার্ণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় কোরআন তেলায়াত, গীতা ও বাইবেল পাঠ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম পুনর্মিলনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আলীম ইষ্টার্ন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৪০বছর পূর্তি প্রথম পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচ থেকে শুরু করে মোট ৩৬টি ব্যাচের ৭০১ জন শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজনকে স্কুল জীবনের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গনের সাথে পরিচয় করে দিতে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহন করে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষিবিদ, ক্রিড়াবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরীজীবিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন এ সকল শিক্ষার্থীদের পদচারনায় বিদ্যালয় প্রাঙ্গন উৎসবমুখর হয়।
পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ১৯৯১ ব্যাচের বদরুল আলম মারকিনের সভাপতিত্বে এবং ০৫ ব্যাচের সুমনা পাল (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) ও সাইফ আহমেদ হিমেলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলীম জুট মিলের প্রকল্প পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ইষ্টার্ণ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ড. জি এ এম মাহাবুব উর রশিদ জুলফিকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় । উদ্বোধন অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্ঠা বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের মো. মইনুজ্জামান ময়না, উপদেষ্ঠা ১৯৯৫ ব্যাচের শহিদুল ইসলাম সুমন, ১৯৯৬ ব্যাচের মো. হাসানুজ্জামান হিটু, যুগ্ন আহবায়ক ১৯৯৪ ব্যাচের মো. নবীরুল ইসলাম রাজা(ইউপি সদস্য), ডা. রফিকুল ইসলাম, সদস্য সচিব ১৯৯৭ ব্যাচের গোলাম জিলানী মুন(ইউপি সদস্য), ও ১৯৯৮ ব্যাচের মিজানুর রহমান। সন্ধ্যায় ব্যান্ড শিল্পী প্রতীক নবীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]