রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
আল-জাজিরার নিউজের নিন্দা জানিয়েছে কুবি শিক্ষক সমিতি
খালেদুল হক, দৈনিক শিরোমণি কুবি প্রতিনিধিঃ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমীলক বাংলাদেশ বিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "আল-জাজািরার এই প্রতিবেদনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যড়যন্ত্রমূলক ভাবে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি ভিত্তিহীন কিছু ডকুমেন্টস, কিছু ব্যাক্তি যাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সাথে কোন সংশ্লিষ্টতা নাই, কোন দলীয় পরিচয় নাই তাদেরকে টার্গেট করে বানানো কয়েকটি অডিও ভিডিও ক্লিপ, বিভিন্ন দাপ্তরিক, সামাজিক এবং ব্যাক্তিগত ইভেন্টস ও ছবি একত্রিত করে প্রযুক্তি ব্যাবহার করে নিখুঁত এডিটিং এর মাধ্যমে ব্যাগরাউন্ড, সাউন্ড ও ভয়েস দ্বারা উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে আল-জাজিরা নিজে যাকে 'সাইকোপ্যাথ' আখ্যা দিয়েছে তার প্রলাপের উপর ভিত্তি করে একটি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেদনে তৈরি করা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য চরম দায়িত্বহীনতার পরিচায়ক।"
তারা আরও বলেন, "প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর সিরিজ ছাড়া আর কিছুই নয়। যা মূলত উগ্রবাদী সংগঠন বিএনপি জামাতের সংগে কুখ্যাত ব্যাক্তিদের যোগসাজশে তৈরি রাজনৈতিক অপপ্রচার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই প্রতিবেদনটি প্রত্যাক্ষান করছে। এবং সেই সাথে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।"
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.