রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক-৯
আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঢাকার সাভারে ১৯ স্বর্ণের দোকানে স্বর্ণসহ প্রায় দুই কোটি টাকা লুটের ঘটনায় নয়জনকে আটক করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি পুলিশের পরিদর্শক আবুল বাসার জানান, আটক ডাকাত দলই নৌপথে সি-বোট ব্যবহার করে ঢাকার আশুলিয়া থানা এলাকার নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করে। সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করেছিল বলে স্বীকার করেছে তারা।শুক্রবার রাত ১২টার দিকে নরসিংদী জেলা ডিবি পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।ডিবি পুলিশ জানিয়েছে, নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের সক্রিয় নয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের ব্যবহারের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় লুট করা স্বর্ণ বিক্রির ২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক আবুল বাসার জানান, আটক ডাকাত দলই নৌপথে সি-বোট ব্যবহার করে ঢাকার আশুলিয়া থানা এলাকার নয়ারহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করে। সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করেছিল বলে স্বীকার করেছে তারা। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।গত রোববার রাত ১টার দিকে বংশী নদীর তীরে আশুলিয়ার ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে হানা দেয় এই ডাকাতদল। পরে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ অর্থসহ প্রায় ২কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের মারধরে আহত হন বাজারের তিন নিরাপত্তাকর্মী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.