আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আশুলিয়ায় সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ১৮টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাতে আশুলিয়ার জিরানী বাজার এলাকার বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন-লালমনিরহাট জেলার মো. বশির আহম্মদ (৪০), কিশোরগঞ্জ জেলার মো. মোস্তফা কামাল (৪৯), লালমনিরহাট জেলার মো. জিয়াউর রহমান (২৭), দিনাজপুর জেলার মো. জলিল (৩২) ও নড়াইল জেলার মো. ওসমান শেখ (৩১)।র্যাব জানায়, চক্রের মূল হোতা বশির। সে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। মোস্তফা প্রাইভেটকার ও মাইক্রোবাস সরবরাহ করত। জিয়া মোবাইল ফোনে কথা বলার অভিনয় করে নজর রাখত।জলিল ও ওসমান ব্যাটারিচালিত এসব চোরাই ও ছিনতাইকৃত ইজিবাইক বিভিন্ন গ্যারেজে এনে লুকিয়ে রাখত। পরে তারা ব্যাটারিচালিত চোরাই ইজিবাইকের রঙ, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বিভিন্ন লোকজনের কাছে অর্ধেক দামে বিক্রি করে দিত।র্যাব আরও জানায়, চক্রটি প্রথমে প্রাইভেটকার বা মাইক্রোবাসযোগে ঢাকার পার্শ্ববর্তী টাঙ্গাইল, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় যেত। সেখানে ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে নিয়ে কখনো চালকের হাত পা বেঁধে, আবার কখনো চালককে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করত।বুধবার সকালে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়।
২০ views