নিজেস্ব প্রতিবেদক দৈনিক শিরোমণিঃ
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজের সহযোগী রবিউল ইসলাম রবিকে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর সিপিসি-২।এর আগে সোমবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় জনি নামে আরেক সন্ত্রাসীকেও আটক করা হয়।আটক রবিউল ইসলাম রবি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি সভাপতি। ওই এলাকার স্থানীয় হাসান আলীর ছেলে সে।দীর্ঘদিন যাবৎ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্রবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল রবি। তাই এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবেই তার পরিচিতি।এলাকাবাসী জানায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজের ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে অটোরিকশা, বিভিন্ন পরিবহন, পোশাক কারখানাসহ এলাকায় নিয়মিত চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছিল আটক এই দুই শীর্ষ সন্ত্রাসী।চেয়ারম্যানের ছত্রছায়ায় এলাকায় দাপিয়ে বেড়ায় অপরাধী চক্রটি। এই অপরাধী চক্রটি এলাকায় চেয়ারম্যান বাহিনী হিসেবে পরিচিত।এদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে আশেপাশের লোকজন। অবিলম্বে বিতর্কিত ইউপি চেয়ারম্যান সুরুজকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।র্যাব-৪ জানায়, ওই এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্দেশ্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী রবি ও জনিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এবিষয়ে র্যাব-৪ এর সহাকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের আটকের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।এদিকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি আটকের ঘটনায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির সভাপতি রবিকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।