রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
আশুলিয়ায় শ্রম প্রতিমন্ত্রীর বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আশুলিয়ায় ১০ দফা দাবিসহ শ্রম প্রতিমন্ত্রীর বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির নেতা কর্মীদের উপস্থিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে তারা জানায়,করোনা মহামারীর এই দূর্যোগে দেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতী মানুষ সব দিক থেকে এক কঠিন সময় পার করছেন। সরকার ও মালিকদের চরম স্বেচ্ছাচারীতার কারণে জীবনের ঝুকি নিয়ে শ্রমিকদের উৎপাদন চালিয়ে যেতে হয়েছে।খাদ্যসহ সবজিনিস পত্রের দাম লাগামহীনভাবে।বাজারের এই আগুনে পুড়ে মরছে শ্রমজীবী মানুষেরা।এদেশে কোন সরকার আছে বলে মনে হয় না। সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ।বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সহ-সভাপতি অরোবিন্দু বেপারী ১০ দফা দাবি নামা উল্লেখ করে বলেন,জাতীয় নূন্যতম মজুরি ২০ টাকা নির্ধারণ করে ঘোষণা দিতে হবে।মালিকের ব্যবস্থাপনায় সকল শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করতে হবে।শ্রমআইন সংশোধন করে শ্রম বান্ধব আইন প্রনয়ণ করতে হবে।ঢাকায় আরো ৩ টি আদালত প্রতিষ্ঠাসহ শ্রম আদালতের বিচার পদ্ধতি সহজ করতে হবে।সকল ইপিজেডকে শ্রম আইনের আওতায় আনতে হবে।শ্রমিক সার্থ বিরোধী নিপিড়মুলক কালা কানুন বাতিল করতে হবে।শিল্পপুলিশ নামক জগদ্দল পাথর নিষিদ্ধ করতে হবে।শ্রম প্রতিমন্ত্রী মুন্নিজাহানসহ সকল দূর্নীতিবাজ কর্মকর্তার বহিষ্কার চাই।এসময় সংবাদ সম্মেলন শেষে, আশুলিয়া ও কাশিমপুর আঞ্চলিক কমিটির আলাল মোল্লাকে সভাপতি করে এবং পবিত্র আকবরকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.