আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১৮ মাস আগে বন্ধ করে দেওয়া হয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার থেকে খুলে দেওয়া হল স্কুল-কলেজ। এর মধ্য দিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করার সুযোগ তৈরি হল।স্কুল-কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের আমেজ সৃষ্টি হয়েছে। পাবনা সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। এরপর গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত একাধিকবার শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফেরাতে উদ্যোগ নেওয়া হলেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তা আর হয়ে ওঠেনি।আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজে ঘুরে দেখা যায় এমন দৃশ্য। করোনা শুরুর আগের মতো শিক্ষার্থীদের মাঝে নেই হৈ-হুল্লোর। শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ও মুখে মাস্ক পড়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছে শিক্ষার্থীরা।সহপাঠীদের সঙ্গে নেই আগের সেই হৈহুল্লোড়। সামনের বেঞ্চ ধরা নিয়ে নেই হুড়োহুড়িও। শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা দূরত্ব বজায় রেখে স্কুলে প্রবেশ করছে।এদিকে, স্কুলগুলোর ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে বিদ্যালয়ে প্রবেশ করানো হচ্ছে। তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করানো হচ্ছে।এসময় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাতে উপস্থিত হন এসএমসির সভাপতি, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক,প্রধান শিক্ষক মুনতাজুর রহমান, দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য হাজী জুলফিকুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম সেলিম, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব।
১০ views