রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আশুলিয়ায় ছাত্রদল নেতাকে যুবলীগে পদায়ন!
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
ব্যবসার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে সরিয়ে সেই পদে ছাত্রদলের এক নেতাকে পদায়িত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি ছাত্রদলের সাবেক ওই নেতাকে যুবলীগে পদায়ন করার পরপরই তার পুরনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সদ্য পদায়িত নেতা আবুল হোসেন মুন্সি। কিন্তু সম্প্রতি ভোল বদলে যুবলীগের নেতা বনে যান তিনি। এরপর থেকেই দলের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন এই নব্য যুবলীগ নেতা।
জানা যায়, কেন্দ্রীয় মহিলা যুবলীগের নেত্রী মনিকা হাসানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট করায় আবুল হোসেনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়।
এদিকে মৌখিকভাবে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ পাওয়া আবুল হোসেনের পদ নিয়ে উঠেছে বিতর্ক। জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকায় থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভুঁইয়া আমাকে মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন।
এবিষয়ে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, সংগঠন কারো ব্যক্তিগত সম্পত্তি না। আমি ইপিজেড স্ট্যান্ডে ব্যবসার ভাগ চাওয়ায় আমাকে অব্যাহতি না দিয়েই আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে। এর পেছনে একমাত্র দায়ী মইনুল ইসলাম ভুঁইয়া।
এবিষয়ে জানতে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম - আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়াকে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, আমাদের থানা যুবলীগ থেকে ধামসোনা যুবলীগের কেন নতুন কমিটি দেওয়া হয়নি। ধামসোনা ইউপি যুবলীগের সভাপতি মো. শামীম ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, যদি আমরা নতুন কমিটি দিতাম তাহলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতাম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.