রেদোয়ান হাসান,ঢাকা জেলা প্রতিনিধি :
ডাকাতির প্রস্তুতির সময় সাভারেরআশুলিয়া ও পার্শবর্তী কালিয়াকৈরএলাকায় অভিযান চালিয়ে ১০ ভুয়া ডিবিপুলিশকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশনব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় তাদের কাছথেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি অটোরিকসা, ৩টি ওয়াকিটকি,একজোড়া হ্যান্ডকাফ, বেতের লাঠি ও ১২টিমোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার বিকেলে আশুলিয়ার নবীনগরর্যাব সিপিসি-২ কার্যালয়ে বিষয়টি নিশ্চিতকরেন র্যাবের কোম্পানী কমান্ডারলেফটেন্ট রাকিব মাহমুদ খাঁন।
আটকৃতরা হলেন- বগুড়া জেলারআশরাফুল ইসলাম (৩২), শেরপুর জেলাররুবেল মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলারআফিকুজ্জামান শরিফ (৩৮), নেত্রকোণাজেলার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জজেলার রাসেল মুন্সি (৩০), নড়াইল জেলাররুবেল মুন্সি (৩২), শেরপুর জেলার সাকিব(১৯), জামালপুর জেলার ইউসুফ (২৫),কুষ্টিয়া জেলার আবু তাহের (৩৮) ও টাঙ্গাইলজেলার সুমন মিয়া (২৩)। তাদের বিরুদ্ধেচুরি, ছিনতাই, ডাকাতিসহ দেশের বিভিন্নথানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্টরাকিব মাহমুদ খাঁন বলেন, দীর্ঘদিন ধরে এইডাকাত চক্রটি আশুলিয়া ও কালিয়াকৈরএলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বাসা-বাড়ি ওবিভিন্ন পরিবহনে ডাকাতি করে আসছিল।রোববার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালেগোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায়অভিযান চালিয়ে ১০ জন পেশাদারডাকাতকে আটক করা হয়।
পরে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আশুলিয়া ওকালিয়াকৈর থানায় মামলা দায়ের করেপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]