রেদোয়ান হাসান, সাভার,ঢাকাঃ সাভারের আশুলিয়ায় এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বান্দাবাড়ি গ্রামের বেলায়েত খানের ছেলে ওহিদুল ইসলাম (৩৫), মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারী গ্রামের সামছুল মন্ডলের ছেলে ছালিম মন্ডল (৪০), একই এলাকার আহেদ মোল্লার মেয়ে আজিমন নেছা (৩৮) ও দিনাজপুরের ঘোরাঘাট থানার ঘৌণকৃষ্ণপুর গ্রামের লাল মিয়ার ছেলে মিঠু মিয়া (৩৮)।
পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্দেহজনক নারীসহ চার ব্যক্তিকে আটকের পর তাদের দেহ তল্লাশী করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার পুরিয়া হেরোইন যার মূল্য ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে আলিয়ার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে আসছিল বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]