রেদোয়ান হাসান,ঢাকা জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় প্রাচীরঘেরা একটি জমিতেসন্ধান পাওয়া বাগানের গাছ গুলো সিআইডি ল্যাবেপরীক্ষার পর অবশেষে গাঁজা বলে নিশ্চিত করেছেপুলিশ। প্রাথমিক সন্দেহের পর গত ২৮ ফেব্রুয়ারিআশুলিয়ার খেজুরবাগান মোল্লা বাড়ি গলি সোহেলহোসেনের মালিকানাধীন প্রাচীরঘেরা ওই স্থানটিপুলিশের নজরদারিতে থাকে। ওই সময় জায়গারমালিক ও তার ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেরজন্য আটক করা হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবেপুলিশ তাদের ছেড়ে দেয়। তবে বর্তমানে তারা পলাতকরয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, তাদের গ্রেপ্তারেরচেষ্টা চলছে।
সিআইডি ল্যাবের রিপোর্টের ভিত্তিতে সোমবার দুপুরেগাঁজা গাছ গুলো তারা কেটে জব্দ করেছেন বলেনিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) সুদীপ কুমার।
তিনি বলেন, গত সোমবার গাঁজা সদৃশ গাছের স্যাম্পলপরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানোহয়েছিল। গতকাল রিপোর্টে সেগুলো গাঁজা বলেনিশ্চিত হই। পরে রাতে বাগানের মালিক সোহেলহোসেন ও তার ছেলেকে আসামি করে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পরে আজ সকালে গাঁজার গাছ গুলো কেটে জব্দ করাহয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে অভিযানের দিন বাগান মালিক ও তার ছেলেকেআটক করে পরে ছেড়ে দেয়ার কারণ জানতে চাইলেএই পুলিশ সদস্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদেরজন্য ওই সময় তাদের আটক করা হয়েছিল। কিন্তুপ্রাথমিক অবস্থায় ওই গাছ গুলো গাঁজা কি না সেটানিশ্চিত হতে পারিনি।
গত ২৭ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টার দিকেআশুলিয়ার খেজুরবাগান মোল্লা বাড়ি গলি এলাকায়সোহেল হোসেন নামে একজনের জমিতে গাঁজা চাষেরঅভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপরথেকেই বাগানটি নিজেদের হেফাজতে রেখেছিলপুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]