রেদোয়ান হাসান ,ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাস চাপায় নিহতের ঘটনা দুই বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া ১০টির উপরে বাস ভাঙচুর করে তারা।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিপোর্টটি লিখা পর্যন্ত সড়কে বাসগুলোতে আগুন জলছিলো ও সড়ক অবরোধ অবস্থায় রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম সামসুল আলম তিনি সারমিন গ্রুপুরে এডমিন অফিসার।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, আজ কারখানা ছুটি শেষে আমরা সবাই সড়ক পারাপার হচ্ছিলো৷ এসময় কারখানার সিকোরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করলে৷ শ্রমিকরা সড়ক পারাপার হওয়ার সময় আশুলিয়া ক্লাসিক নামের এক পরিবহন তাদের উপর দিয়ে উঠিয়ে দেয়। পরে সামসুলের ঘটনা স্থলেই মৃত্যু হয়। এবং তিন জন শ্রমিক গুরুত্বর আহত হয়।
ঘটনা স্থলে আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হরুন অর রশিদ ও সুদিপ কুমার রয়েছে। তারা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক রাখতে চেষ্টা করছে।
এ বিষয়ে সোহাগ নামের এক শ্রমিক নেতা বলেন, খুব মর্মান্তিক ভাবে ছবিটাকে মারা হয়েছে। আসলেই ভাঁজগুলো এই সড়কে খুব ব্যাপারে ভাবে চলাফেরা করে। এই বাসগুলোকে নিয়মের ভেতরে আনা জরুরি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]