রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
সাভারের আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।শুক্রবার (০৭ মে) বিকেলে উপজেলার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, দিনাজপুরের মো: ফরিদুল ইসলাম (৪২), কুমিল্লার মো: ইমরান খান (২৭), কুমিল্লার মো: হাবিবুর রহমান (১৯)।র্যাব জানায়, দুপুরের দিকে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ ও ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।এবিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে গাঁজা এনে রাজধানীসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো।এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
১ view