রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
আসল মোড়কে নকল শিশু খাদ্য, ৬ লাখ টাকা জরিমানা
রেদোয়ান হাসান সাভার,ঢাকা সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার ধামরাইয়ে অনুমোদনহীন নকল শিশু খাদ্য তৈরির অপরাধে একটি ফুড কোম্পানিকে ৬ লাখ টাকা অর্থদন্ড দিয়ে জরিমানা আদায় করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।বুধবার (২৭ অক্টোবর) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের কালিয়া এলাকার নিউ ফরসা ফুড ও বেভারীজ কোম্পানীকে এ অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে এবং বিএসটিআই প্রতিনিধি সিকান্দার মাহমুদ এর উপস্থিতিতে গতকাল দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের কেলিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরি করার অপরাধে নিউ ফরসা ফুড এন্ড বেভারীজ এর ম্যানেজার ও অপারেটরকে মোট ৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। এসময় ফুড কোম্পানিটির ম্যানেজার বিশ্বজিৎ মল্লিক (৩০), কে নগদ ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া অপারেটর মোঃ হযরত আলী (২৬) কে ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, বিক্রয় নিষিদ্ধ আনুমানিক ১০ লাখ টাকার নকল শিশু খাদ্য জব্দ করা হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.