নিজস্ব প্রতিবেদক
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে।
কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’
শুধু মাশরাফি নন, অনেক ক্রিকেটারই এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমগুলোতে তাদের অবস্থান তুলে ধরেছেন। উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই ঘৃণ্য অপরাধের সমালোচনা করে লিখেছেন, ‘আমরা আর নীরব থাকব না। কোনো ধরনের নারী নির্যাতন সহ্য করা হবে না। ধর্ষক, নিপীড়কদের সমাজে কোনো স্থান নেই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলো, না মানে না।’
এর আগে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া রুবেল হোসেন, তাসকিন আহমেদসহ অনেক ক্রিকেটারই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]