হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসা ও টিকে থাকার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি। শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এটি কারও ব্যক্তিগত অভিমত হতে পারে। আজ শুক্রবার রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তবে ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো বৈরিতা চায় না বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ভারতের সাথে বৈরিতা করে (অতীতে) দেশের ক্ষতি হয়েছে। হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]