আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘ট্রাম্প কার্ড’ হবে পদ্মা সেতুসহ সরকারের নয় মেগা প্রকল্প-এমনটি মনে করছেন দলটির একাধিক নীতিনির্ধারক। তাদের মতে, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সেতুর দুই পারসহ সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা ছিল সাধারণ ভোটারদের আকৃস্ট করতে ক্ষমতাসীনদের উন্নয়ন কার্যক্রম প্রদর্শনের একটি মহড়া। আরও আটটি মেগা প্রকল্প বাস্তাবায়নাধীন। পর্যায়ক্রমে এগুলোর দৃশ্যমান অগ্রগতিও দেশের মানুষের কাছে তুলে ধরা হবে।যে আটটি প্রকল্প বাস্তবায়নের কাজ পুরোদমে চলছে, সেগুলো হচ্ছে- মেট্রেরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগ, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামের দোহাজারী-রামু হয়ে কক্সবাজার এবং রামু-মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক (রেলপথ) নির্মাণ এবং কর্ণফুলি টানেল। এর মধ্যে কয়েকটি প্রকল্পের কাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ করার তোড়জোড় রয়েছে সরকারের।ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রায় প্রতিদিন তাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তৃতা করছেন।